আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে দেখা দিল বিতর্ক। অনুশীলনে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ওপেনার যশস্বী জয়সওয়ালকে। যদিও পরে শান্তভাবেই নেটে ব্যাট করেন যশস্বী।


রেভস্পোর্টসে’র রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার নেটে ব্যাট করার সময় যশস্বী অনেকটা টি২০ মেজাজে প্রতিটি বলেই চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। সেই চক্করে তিনি আউটও হয়ে যান। তাতেই সম্ভবত রেগে গিয়েছিলেন কোচ গম্ভীর। তিনি যশস্বীকে ডেকে পাঠান। কয়েক মিনিটের উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোচ এবং ওপেনারের মধ্যে। যদিও বিষয়টি বেশিদুর গড়ায়নি। ফের নেটে গিয়ে ব্যাট করেন যশস্বী। এবারে অনেকটা শান্ত দেখায় তাঁকে। আর সেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেননি।


প্রসঙ্গত, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে সেভাবে রান পাননি যশস্বী। চার ইনিংসে তাঁর সংগ্রহ ২৪, ৬৪, ১৭ এবং ৫। ইংল্যান্ডের সুইংয়ের পিচে যে শুরু থেকেই চালিয়ে খেলাটা কঠিন, সেটাই সম্ভবত বোঝাতে চেয়েছেন গম্ভীর। 


২০ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ। নিয়মিত অনুশীলন করছে টিম ইন্ডিয়া। অনুশীলনে ঝকঝকে দেখাচ্ছে জসপ্রীত বুমরাকে। যিনি বোলিংয়ের প্রধান অস্ত্র। শুক্রবার থেকে ভারত এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন গিলরা।