আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিততেই দর বাড়িয়ে দিলেন ভারতের মহিলা দলের ক্রিকেটাররা।
প্রসঙ্গত, ইতিহাস তৈরি করেছেন হরমনপ্রীতরা। গত রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। ২০০৫ ও ২০১৭ সালে স্বপ্নের খুব কাছে এসেও তা পূরণ হয়নি। অবশেষে হল ২০২৫ সালে।
ব্যাট, বল ও ফিল্ডিং। তিন বিভাগেই প্রোটিয়াদের পর্যুদস্ত করেছেন জেমাইমারা। আর বিশ্বকাপ জিততেই নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিলেন জেমাইমা, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মারা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় হরমনদের ফলোয়ার হু হু করে বাড়ছে। অনেকের তো ফলোয়ার দ্বিগুণ বা তিন গুণ বেড়ে গিয়েছে। বিভিন্ন সংস্থাগুলির দাবি, এর ফলে হু হু করে ব্র্যান্ড ভ্যালু বাড়ছে জেমাইমাদের। অনেকের ফি ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে।
যেমন সেমিফাইনালে ১২৭ করা জেমাইমার ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ১০০ শতাংশে। জেমাইমা যে সংস্থার সঙ্গে যুক্ত সেই জেএসডবলিউ স্পোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার করণ যাদব বলেছেন, ‘নানা সংস্থা থেকে জেমাইমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ আসছে। অস্ট্রেলিয়া ম্যাচের পর থেকেই তা শুরু হয়েছে। অন্তত ১০–১২ টি ব্র্যান্ডের সঙ্গে আমাদের কথা চলছে।’
এক রিপোর্টে দাবি করা হয়েছে, নতুন চুক্তির জন্য জেমাইমা নাকি ৭৫ লক্ষ থেকে দেড় কোটি টাকা চেয়ে বসছেন। তবে কতদিনের চুক্তি তার উপরেই সবটা নির্ভর করবে।
আবার স্মৃতি মান্ধানা যেমন ইতিমধ্যেই একাধিক সংস্থার ব্র্যান্ড হিসেবে যুক্ত রয়েছেন। আর এখন সেই দর বেড়ে দেড় থেকে দুই কোটি হয়ে গেছে।
অন্যান্য ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুও হু হু করে বাড়ছে। একটা বিশ্বকাপ জয়ই বদলে দিল দীপ্তি, চরণি, হরমনদের জীবন।
