আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার মধ্যরাতে পাক ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। যার নাম ‘‌অপারেশন সিঁদুর’‌। 


ভারতীয় সেনার পাকিস্তানে হামলার পর আইপিএলে কোনও প্রভাব পড়বে? তার উপর বুধবার গোটা দেশ জুড়ে হবে মক ড্রিল। পশ্চিমবঙ্গেরও একাধিক জায়গায় হবে এই মক ড্রিল। এই যখন পরিস্থিতি, তখন বুধবার ইডেনে কলকাতা–চেন্নাই ম্যাচ সঠিক সময়ে শুরু হওয়া নিয়ে রয়েছে প্রশ্ন।


যদিও বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে ভারতের প্রত্যাঘাত আইপিএলে কোনও সমস্যা তৈরি করবে না। এখনও পর্যন্ত যা খবর, তাতে ম্যাচ হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। তবে মক ড্রিলের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হতে পারে। বিকেল ৪টে থেকে শুরু হয়ে মক ড্রিল চলবে সন্ধে ৭.৩০ পর্যন্ত। কিছুটা সময় আলোও বন্ধ রাখা হবে।


আর কলকাতা–চেন্নাই ম্যাচ শুরুর সময় সন্ধে ৭.৩০। তার আগে আলো বন্ধ রাখা হলে টসে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ম্যাচও হয়তো একটু পরে শুরু হবে। তবে পুরোটাই ক্রিকেটমহলের সূত্রের খবর। বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।


এদিকে, এবারের আইপিএলে ইডেনে এটাই শেষ ম্যাচ কেকেআরের। এরপর থাকবে দুটি ম্যাচ। সেই দুটিই অ্যাওয়ে। তাই ঘরের মাঠে শেষ ম্যাচটা জিততে চাইবেন রাহানেরা। অন্যদিকে ধোনি সম্ভবত ইডেনে শেষবার খেলতে নামছেন। তাই এই ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে।