আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীলঙ্কা সিরিজে টি২০ দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সূত্রের খবর, ২০২৬ বিশ্বকাপ অবধি তাঁকেই অধিনায়ক রাখা হবে। তবে ৫০ ওভারের সিরিজে তাঁকে রাখা হয়নি। প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপে সূর্যকে দলে রাখা হলেও তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সুতরাং বার্তাটা পরিস্কার, সূর্যকে ২০ ওভারের জন্যই ভাবা হচ্ছে। এখনও অবধি দেশের হয়ে ৩৭টি ওয়ানডে খেলে সূর্যের গড় ২৫ এর একটু বেশি। 




এদিকে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তাঁকে একদিনের সিরিজে রাখা হয়নি। সম্ভবত নির্বাচকরা তাঁকে টেস্ট সিরিজের জন্যই রাখতে চান। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত মাত্র ৬টি একদিনের ম্যাচ খেলবে। তাই নির্বাচকরা বাকিদের সুযোগ দিতে চান। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার নীতীশ রেড্ডির নাম নির্বাচকদের মাথায় রয়েছে। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও তিনি সচল। আবার হার্দিক পাণ্ডিয়াকে টি২০ সিরিজে রাখলেও একদিনের সিরিজে রাখা হয়নি। এখান থেকেই পরিস্কার বর্তমানের দল তৈরি করে নিতে চাইছেন গম্ভীর।
আবার রিয়ান পরাগকে সুযোগ দিয়ে নির্বাচকরা তৈরি রাখতে চাইছেন।