আজকাল ওয়েবডেস্ক:‌ ‌এই মুহূর্তে সম্ভবত ভারতীয় ক্রিকেটে সবচেয়ে চর্চিত দুটো নাম সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া। টি২০ বিশ্বকাপে সহ অধিনায়ক থাকলেও এখন টি২০ দলের নেতা সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন দলকে।

শুধু তাই নয়, ২০২৬ বিশ্বকাপ অবধি সূর্যকেই অধিনায়ক ভাবা হচ্ছে বলে সূত্রের খবর। আর হার্দিককে টি২০ দলে রাখা হয়েছে শুধু ক্রিকেটার হিসেবে। সহ অধিনায়ক হয়েছেন শুভমান গিল।
একটি রিপোর্টে দাবি করা হয়েছে, হেড কোচ গৌতম গম্ভীর নাকি সরাসরি সূর্যর হয়ে সওয়াল করেননি। তিনি শুধু নির্বাচকদের বলেছিলেন, এমন একজনকে অধিনায়ক করা হোক। যিনি অত্যধিক চাপের জন্য মাঝে মাঝে বিশ্রাম নেবেন না। কিংবা চোটের অজুহাত তুলবেন না। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার গম্ভীরের এই কথাতেই বুঝে যান তিনি কী চাইছেন। 

এদিকে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেছেন, হার্দিককেই অধিনায়ক করা উচিত ছিল। তাঁর কথায়, ‘‌হার্দিক দু’‌বছর গুজরাটের অধিনায়ক ছিল। দুবারই দল ফাইনালে ওঠ। একবার চ্যাম্পিয়ন। টি২০ বিশ্বকাপেও সহ অধিনায়ক ছিল। এখন নতুন কোচের হয়ত কিছু পরিকল্পনা রয়েছে। সূর্যও ভাল ক্রিকেটার। দীর্ঘদিন ধরে খেলছে। বর্তমানে টি২০ ক্রিকেটে দু’‌নম্বর ব্যাটার। আশা করব অধিনায়কত্বের দায়িত্ব ভালভাবে সামলাবে। তবে আমার মতে হার্দিকের উপরেও ভরসা রাখা যেত।’‌