আজকাল ওয়েবডেস্ক: সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন বিরাট–রোহিতরা। মুম্বইয়ে প্রয়াত হয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার পদ্মনাথ শিভালকার। বয়স হয়েছিল ৮৪ বছর। এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতেই ভারতীয় ক্রিকেটাররা মঙ্গলবার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
প্রসঙ্গত, মুম্বই তৎকালীন বোম্বের রনজিতে আধিপত্যের পিছনে বড় অবদান ছিল শিভালকারের। ১৯৬৫–৬৬ ও ১৯৭৬–৭৭ মরসুমে তিনি মুম্বইয়ের হয়ে খেলেছিলেন। ওই সময়ের মধ্যে মুম্বই নয় বার রনজি চ্যাম্পিয়ন হয়েছিল। শিভালকারের মৃত্যুতে বহু প্রাক্তন ক্রিকেটার শোকবার্তা জানিয়েছেন। বিসিসিআইও শোকজ্ঞাপন করেছে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ক্রিকেটার হলেও দেশের হয়ে কখনও খেলা হয়নি শিভালকারের।
১২৪ প্রথম শ্রেণির মাঠে শিভালকার নিয়েছিলেন ৫৮৯ উইকেট। একটা সময় অন্যতম সেরা স্পিনার ছিলেন তিনি। ২২ বছর বয়সে রনজি অভিষেক হয়েছিল তাঁর। ১১ বার নিয়েছেন ইনিংসে ১০ উইকেট।
সেই শিভালকারকে শেষ শ্রদ্ধা জানাতেই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মঙ্গলবার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন।
খেলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দুই উইকেট পড়ে গিয়েছে অজিদের। আউট হয়েছেন ট্রাভিস হেড ও কুপার কনোলি।
