আজকাল ওয়েবডেস্ক: বিহারে রনজি ট্রফির ম্যাচের জন্য উইকেট শুকোনোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে গোবর! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
ঘটনাস্থল ২৭ অক্টোবর। রবিবার, বিহারের মইনুল হক স্টেডিয়াম। রনজি ম্যাচে বিহার–কর্নাটক খেলার দ্বিতীয় দিন। সবকিছুই ঠিক ছিল প্রথম দিন। কিন্তু শনিবার রাতে হালকা বৃষ্টির পর মাঠ ও উইকেট ভিজে যায়। রবিবার সকালে দেখা যায়, উইকেট শুকোনোর জন্য গোবর থেকে তৈরি যে ঘুঁটে তা আগুন দিয়ে শুকোনোর চেষ্টা করছেন মাঠকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে ঘুঁটে ভর্তি একটি ট্রে উইকেটের সামনে রাখা রয়েছে। যদিও এই পদ্ধতি কাজে আসেনি উইকেট শুকোয়নি। ভিজে আউটফিল্ডের জন্য দ্বিতীয় দিনের খেলা বাতিল করে দেওয়া হয়।
এই ঘটনার পর বিহার ক্রিকেট সংস্থা ও বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আবার কেউ কেউ এই দেশি পদ্ধতির প্রশংসাও করেছেন। যদিও এরকম ঘটনা প্রথম নয়। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে এই স্টেডিয়ামেই কেনিয়া ও জিম্বাবোয়ে ম্যাচে মাঠ শুকোনোর জন্য স্টেডিয়ামের উপর হেলিকপ্টার উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
সুপার সপার, উন্নত ড্রেনেজ সিস্টেম ছাড়ুন। বিহারে মাঠ শুকোনোর জন্য এখনও এই দেশি পদ্ধতিই অবলম্বন করা হয়।
