আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলছে টালবাহানা। ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হোক চাইছে ভারত। অন্যদিকে পাকিস্তানও নাছোড়বান্দা। ভারতকে খেলতে আসতেই হবে এদেশে। এমনকী আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথাও ভাবছে পিসিবি। এই পরিস্থিতিতে, প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি কোনও আইসিসি টুর্নামেন্টেই পাকিস্তানকে খেলতে দিতেন না ভারতের বিরুদ্ধে। লতিফ আরও জানিয়েছেন, দুই দেশের এই সমস্যা না মেটা অবধি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট আয়োজন থেকে বিরত রাখুক ভারত–পাককে।
ভারত খেলতে যেতে না চাওয়ায় টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। আইসিসির মাধ্যমে ভারত একথা জানিয়েছে পাকিস্তানকে। এদিকে পিসিবি জানিয়েছে, ভারত যে খেলতে আসতে চায় না তা লিখিত জানানো হোক। এই পরিস্থিতিতে লতিফ বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে খেলা বন্ধ করুক পাকিস্তান। আমি ক্ষমতায় থাকলে এটাই করতাম। আমি কাউকে দোষারোপ করছি না। তবে পাকিস্তানে গিয়ে খেলতে না চাইলে অন্যত্রও আমাদের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের।’ এরপরই লতিফের সংযোজন, ‘আমি ক্ষমতায় থাকলে বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে লড়তাম।’ পাশাপাশি লতিফ বলেছেন, ‘আমি আরও বলব দুই দেশের এই সমস্যা না মেটা অবধি দুই দেশেই আইসিসি টুর্নামেন্ট দেওয়া উচিত নয়।’
এমনকী এই সমস্যা এভাবে দীর্ঘদিন ধরে চলায় ভারত–পাক দুই দেশকেই ক্রিকেট থেকে নির্বাসিত করার আর্জি জানিয়েছেন লতিফ। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, ‘২০২৩ সালে শ্রীলঙ্কা, ২০১৯ সালে জিম্বাবোয়েকেও নির্বাসিত করা হয়েছিল। তাহলে কেন ভারত–পাককে নয়।’
