আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–ইংল্যান্ড টি২০ সিরিজ। প্রথম খেলা ইডেনে। খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। সন্ধে সাতটায় হবে টস। ভারতে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে।


পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম খেলা ইডেনে। বাকি খেলাগুলি হবে ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ মার্চ যথাক্রমে চেন্নাই, রাজকোট, পুণে, মুম্বইয়ে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর চোট সারিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে মহম্মদ সামির। প্রায় ১৪ মাস পর। শেষবার সামি খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল। দিনটা ছিল ১৯ নভেম্বর।


প্রসঙ্গত, ভারত–ইংল্যান্ড এখনও অবধি ২৪ বার টি২০ ক্রিকেটে মুখোমুখি হয়েছে। জয়ের নিরিখে ভারত একটু এগিয়ে। জিতেছে ১৩ ম্যাচ। আর ইংল্যান্ড জিতেছে ১১ ম্যাচ। ইংল্যান্ড ইতিমধ্যেই ইডেন ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ভারত এখনও করেনি। সম্ভবত ম্যাচের দিন উইকেট দেখার পরই প্রথম একাদশ ঘোষণা করবে টিম ইন্ডিয়া।