আজকাল ওয়েবডেস্ক:‌ জাঁকিয়ে শীত পড়তে শুরু করল বাংলায়। শনিবারের কলকাতায় তাপমাত্রা নামল ১৪.‌৪ ডিগ্রিতে। যা এই মরশুমে শীতলতম। যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার পারদ নেমেছিল ১৪.‌৭ ডিগ্রিতে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঠান্ডা আরও বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আরও পারদ পতন হতে পারে। তবে তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণের পাশাপাশি শুকনো থাকবে উত্তরের জেলাগুলিও। এদিকে, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থানেও কনকনে ঠান্ডা রয়েছে।