আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে বিস্ফোরক স্বীকারোক্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার দেশ গত তিন দশক ধরে জঙ্গি গোষ্ঠীগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থ সাহায্য করে আসছে পাকিস্তান।
স্কাই নিউজের সাংবাদিক ইয়ালদা হাকিমের সঙ্গে একটি সাক্ষাৎকারে আসিফের এই স্বীকারোক্তি। আসিফকে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ইয়ালদা।
হামলার প্রতিক্রিয়া ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে এবং সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। পাল্টা, পাকিস্তান ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং শিমলা চুক্তি স্থগিত করেছে।
ইয়ালদা যখন তাঁকে জিজ্ঞাসা করেন যে পাকিস্তানের কি জঙ্গি সংগঠনগুলিকে সমর্থন এবং অর্থসাহায্যের দিয়ে আসছে? তখন আসিফ নির্দ্বিধায় স্বীকার করেন, এই অভিযোগ সত্য। তিনি বলেন, "হ্যাঁ, আমরা গত তিন দশক ধরে আমেরিকা এবং পশ্চিমি দেশের জন্য, যার মধ্যে ব্রিটেনও রয়েছে, এই নোংরা কাজটি করে আসছি।"
সাক্ষাৎকারের সময় আসিফ আরও বিতর্কিত দাবি করেছেন। তিনি জানান, যে লস্কর-ই-তইবা (এলইটি) আর নেই। পহেলগাঁও হামলার দায় স্বীকারকারী লস্করের শাখা সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (টিআরএফ) সম্পর্কে কোনও ধারণা নেই বলেও জানান আসিফ। তিনি বলেন, "লস্কর একটি পুরনো নাম। এর কোনও অস্তিত্ব নেই।"
Sky News (@SkyYaldaHakim): “But you do admit, you do admit sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations?”
— Drop Site (@DropSiteNews)
Pakistan Def. Minister: “Well, we have been doing this dirty work for United States for 3… pic.twitter.com/sv5TRkCgCZTweet by @DropSiteNews
পহেলগাঁও হামলার প্রতিবাদে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপের করেছে। এর মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা, পাকিস্তানি সামরিক আধিকারিকদের বহিষ্কার করা এবং আটারি সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া।
পাকিস্তান ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। সতর্ক করে দিয়েছে যে চুক্তির অধীনে পাকিস্তানের জলের ভাগ অন্যত্র সরিয়ে নেওয়ার যে কোনও প্রচেষ্টাকে 'যুদ্ধের সমান' হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তান সরকার জানিয়েছে যে এই ধরনের পদক্ষেপকে নিম্ন নদী তীরবর্তী দেশগুলির অধিকার লঙ্ঘন হিসেবে দেখা হবে।
কূটনৈতিক পদক্ষেপ হিসেবে, ভারত ২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের দেওয়া সমস্ত ভিসা বাতিল করে দিয়েছে। সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা অবিলম্বে স্থগিত করা হয়েছে।
