আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ বিশ্বকাপের পর ভারতীয় কোচিং স্টাফে রদবদল হয়েছে। নতুন হেড কোচ হিসেবে এসেছেন গৌতম গম্ভীর। নতুন সাপোর্ট স্টাফরাও এসেছেন। শোনা যাচ্ছে এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও বদল আসতে চলেছে। বেঙ্গালুরুতে এনসিএ–র ক্যাম্পে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটারদের অনুশীলন হয়। ২০২১ সালের নভেম্বর থেকে এনসিএ প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্ণণ। শোনা যাচ্ছে, তিনি এবার সরে যেতে পারেন। রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচ হওয়ার পর ওই পদে এসেছিলেন ভিভিএস।



সূত্রের খবর লক্ষ্ণণ আর এই পদে থাকতে রাজি নন। লখনউয়ের হেড কোচ হওয়ার প্রস্তাব এসেছে তাঁর কাছে। আগস্টে তাঁর চুক্তি শেষ হবে এনসিএ–র সঙ্গে। সেই চুক্তি আর বাড়াতে রাজি নন তিনি। সূত্রের আরও খবর লক্ষ্ণণ ছেড়ে দিলে এনসিএ প্রধানের পদে আসতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।


সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোর্ড সচিব জয় শাহর সঙ্গে লক্ষ্ণণের কথা হয়েছে। তিনিই বিষয়টি বুঝতে পেরেছেন। ওই সংবাদমাধ্যম আরও জানিয়েছে খুব সম্ভবত রাঠোর হতে চলেছেন পরবর্তী এনসিএ প্রধান।