আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌বাপ কা বেটা’‌। দেশের সেরা বিধ্বংসী ওপেনার ছিলেন বীরেন্দ্র শেহবাগ। বাবার দেখানো পথেই এবার হাঁটা শুরু করেছেন ছেলে আর্যবীর শেহবাগ। বৃহস্পতিবার কোচবিহার ট্রফির ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেছে আর্যবীর। ১৭ বছরের আর্যবীর শিলংয়ে ম্যাচের প্রথম দিনই এই কীর্তি গড়েন। শেহবাগ পুত্রের জন্যই দিল্লি এগিয়ে রয়েছে ২০৮ রানে।


শুরুতে ব্যাট করে মাত্র ২৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল মেঘালয়। জবাবে ওপেনিংয়ে নেমে আর্যবীর (‌২০০)‌ ও অর্ণব এস বাগ্গার দুরন্ত ইনিংসের সৌজন্যে প্রথম ইনিংসে বড় লিড নিল দিল্লি। প্রথম উইকেটে দু’‌জনে ১৮০ রান যোগ করেন। 


বাগ্গা শতরান করে আউট হয়ে গেলও বীরু পুত্র রয়েছে অপরাজিত। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মাধ্যমেই অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল বেছে নেয় বিসিসিআই। 


আর বীরু পুত্র ২০০ রান করেছে মাত্র ২২৯ বলে। তার মধ্যে রয়েছে ৩৪টি চার ও দুটি ছয়। সোশ্যাল মিডিয়ায় আর্যবীরের প্রশংসা করেছেন একাধিক ক্রিকেটার।
যদিও এই টুর্নামেন্টের আগেই দিল্লির অনূর্ধ্ব ১৯ দলে নির্বাচিত হয়েছে আর্যবীর। বিনু মানকড় ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে ৪৯ করেছিল আর্যবীর। গত বছরই বীরু জানিয়েছিলেন, তাঁর ছেলের লক্ষ্য আইপিএল খেলা। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে আর্যবীর।