আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বের সেরা ‘‌ঠান্ডা মাথার’‌ একাদশ। এমনই এক মজাদার একাদশ বেছে নিয়েছেন দেশের প্রাক্তন পেসার শ্রীশান্ত। সেই দলে ওপেন করবেন বিরাট ও গম্ভীর। দু’‌জনেই দিল্লির ক্রিকেটার। দু’‌জনেই মাঠে আক্রমণাত্মক মেজাজে থাকতেন। আর দু’‌জনেই ‘‌লড়াই’‌ এর কথাও কারও অজানা নয়। বর্তমানে গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ। 

 


‘‌ঠান্ডা মাথার’‌ একাদশে তিনে নামবেন রিকি পন্টিং। চারে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আগ্রাসী হিসেবে সৌরভের জুড়ি মেলা ভার। লর্ডসে তাঁর জার্সি ওড়ানোর ঘটনা আজও উজ্জ্বল ক্রিকেটপ্রেমীদের মনে। শ্রীশান্ত দলের অধিনায়ক বেছে নিয়েছেন সৌরভকে। আর পন্টিং এই দলের সহ অধিনায়ক। পাঁচে রয়েছেন শাহিদ আফ্রিদি। আর ছয়ে সাকিব আল হাসান। যিনি আম্পায়ারের দিকে তেড়ে যেতেও পিছপা হন না। সাতে নামবেন কায়রন পোলার্ড। আইপিএলে এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে একাধিকবার মাথা গরম করতে দেখা গেছে। এই দলে রয়েছেন হরভজন সিং, শোয়েব আখতার, আন্দ্রে নেল ও স্বয়ং শ্রীশান্ত। ভাজ্জি থেকে শুরু করে শোয়েব, নেল থেকে শ্রীশান্ত–প্রত্যেকেই মাঠে একাধিকবার মাথা গরম করেছেন। বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। মাঙ্কি গেট কেলেঙ্কারি তো ইতিহাসের পাতায় উঠে গেছে। হরভজন–সাইমন্ডস ঝামেলা নিয়ে লোকে আজও কথা বলে।