আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় কথা বলছেন বিরাট কোহলি। আশ্চর্য শোনালেও সত্যি। কানপুরে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজ একটি উপহার তুলে দেন বিরাটের হাতে। যা হাতে পেয়ে আপ্লুত বিরাট। মিরাজের সংস্থার তৈরি একটি ব্যাট বাংলাদেশি ক্রিকেটার উপহার দেন বিরাটকে। এরপর বিরাট ধন্যবাদ জানানোর ভঙ্গিতে বলেন, ‘‌খুব ভাল আছি।’‌ মিরাজও বিরাটকে উদ্দেশ্য করে বলেন, ‘‌তোমার আরও সাফল্য আশা করি। এভাবেই খেলে যাও।’‌ 


এর আগে মিরাজ তাঁর সংস্থার তৈরি ব্যাট উপহার দিয়েছিলেন রোহিত শর্মাকে। তখন রোহিত বলেছিলেন, ‘‌মেহেদিকে দীর্ঘদিন ধরে চিনি। ভাল ক্রিকেটার। বন্ধুদের সঙ্গে একটি সংস্থা তৈরি করেছে, যা খুব ভাল। ওকে অভিনন্দন। আরও সাফল্য আশা করি।’‌ 


এদিকে, কানপুর টেস্ট শেষ হওয়ার পর বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। প্রসঙ্গত, কানপুর টেস্টই হয়ত সাকিবের কেরিয়ারের শেষ টেস্ট হয়ে রইল। যদিও সাকিব জানিয়েছেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটা খেলেই তিনি অবসর নিতে চান। কিন্তু বাংলাদেশ বোর্ডের কাছে তিনি নিরাপত্তা চেয়েছিলেন। যা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।