আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপ জিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। পরিবার নিয়ে ছুটিতে রয়েছেন রোহিত শর্মাও। তবে তিনি ছুটি কাটছাট করে ফিরতে পারেন শ্রীলঙ্কা সিরিজে। হেড কোচ গৌতম গম্ভীর চাইছেন বিরাট, রোহিত ও বুমরাকে একদিনের সিরিজে খেলাতে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব বেশি ৫০ ওভারের ম্যাচ পাওয়া যাবে না। কিন্তু বোর্ড সূত্রে খবর, বিরাট ও বুমরা এই সিরিজে খেলবেন না। তবে রোহিত ফিরতে পারেন।



সূত্রের খবর, কিছুদিন আগেই গৌতম বৈঠক করেছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার ও বোর্ড সচিব জয় শাহর সঙ্গে। সেখানে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে অন্তত ১০টি টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতকে। আর সাদা বলের সিরিজ মাত্র দুটি। তাই সাদা বলের ক্রিকেটে গম্ভীর চেয়েছিলেন বিরাট, রোহিত ও বুমরাকে। শ্রীলঙ্কা সিরিজে। তাই আমেরিকায় ছুটি কাটানো রোহিত হয়ত শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক হিসেবে ফিরবেন। আর একান্তই রোহিত না খেললে অধিনায়ক করা হতে পারে লোকেশ রাহুলকে। তবে বুমরা ও বিরাটের না খেলার সম্ভাবনাই বেশি।