আজকাল ওয়েবডেস্ক:‌ রাস্তা দিয়ে হেঁটে চলেছেন বিরাট কোহলি। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। আর যদিও বা ভারতের কোনও রাস্তায় কিং কোহলিকে হেঁটে যেতে দেখা যায়। তাহলে যা হওয়ার তাই হল। মুম্বইয়ে এই বিরল দৃশ্য দেখা গেল। কোহলি হেঁটে যাচ্ছেন। আর ভক্তরা সেলফির জন্য আবদার করছেন। আর বিরক্ত কোহলি বলে উঠছেন, ‘‌আমার রাস্তা আটকিও না ভাই।’‌


বিদেশে একাধিকবার এরকম হয়েছে। কিন্তু দেশের মাটিতে কোহলি যতটা সম্ভব এই পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করেন। জানেন যে ভক্তরা একেবারে ঘিরে ধরবে। কিন্তু সবসময় যা চাওয়া হয়, তা পাওয়া যায় না। 


যেমন মুম্বইয়ে। ভক্তদের আবদারে রীতিমতো বিরক্ত হয়ে গেলেন কোহলি। কিছুদিন আগেই এরকম ঘটনা ঘটেছিল। যখন কোহলির সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে কোহলি ভক্তদের বলছেন, ‘‌ভাই আমার রাস্তা আটকিও না। এমনকী ওই ভিডিওয় দেখা গেছে কোহলি এক ভক্তকে হাত দিয়ে দূরে সরিয়ে দিচ্ছেন। মুম্বই থেকে আলিবাগ যাওয়ার সময় এই ঘটনা ঘটে।


প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে একটি শতরান ছাড়া রান নেই কোহলির। করেছেন সব মিলিয়ে ১৯০ রান। বিরক্ত বোর্ড সব ক্রিকেটারকে রনজি খেলার পরামর্শ দিয়েছে। রোহিত, শুভমান, যশস্বী, ঋষভরা রনজি খেলার কথা জানালেও বিরাট এই বিষয়ে এখনও মুখ খোলেননি।