আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানের স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার জার্সি নিয়ে হাজির পাক সমর্থক। জার্সির পিছনে আবার লেখা বিরাট কোহলি। ভাবা যায়!‌ 
তাও আবার ঘটনাটি ঘটেছে পাক অধিনায়ক বাবর আজমের ঘরের মাঠ ফয়সলাবাদে। গত রবিবার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স কাপ চলাকালীন এই ঘটনাটি ঘটে। খেলা ছিল মার্কোরস বনাম স্ট্যালিয়নসের। ব্যাটিং করছিলেন সলমন আঘা ও ইফতিকার আহমেদ। ২৯ তম ওভারের তৃতীয় বলে স্পিনার মেহরাম মুমতাজের ফুলটস বলে বাউন্ডারি হাঁকান সলমন আঘা। আচমকাই তখন ক্যামেরা চলে যায় গ্যালারির দিকে। দেখা যায় এক পাক যুবক বিরাট কোহলির জার্সি নিয়ে বসে রয়েছেন। টিম ইন্ডিয়ার সেই জার্সির পিছনে লেখা বিরাট। ক্যামেরা দেখেই তিনি জার্সিটিকে তুলে ধরেন। যদিও কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।

 


এটা ঘটনা পাকিস্তানে কোনওদিন খেলতে না গেলেও বিরাট সে দেশে ভীষণ জনপ্রিয়। এ কথা প্রাক্তন পাক ক্রিকেটাররা একাধিকবার বলেছেন। 
প্রসঙ্গত, বিরাট এখন বাংলাদেশ টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত। দুই দলই নেমে পড়েছে চেন্নাইয়ে অনুশীলনে। বৃহস্পতিবার শুরু হয়ে যাবে প্রথম টেস্ট। একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আর ১৫২ রান করলেই টেস্টে করে ফেলবেন ৯ হাজার রান। আর ৫৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে করে ফেলবেন ২৭ হাজার রান।