আজকাল ওয়েবডেস্ক: চার মাস পর দেশে ফিরলেন বিরাট কোহলি। এখন পাকাপাকিভাবে লন্ডনেই থাকেন বিরাট। আইপিএল জেতার পর গত জুনেই সপরিবারে লন্ডন চলে যান বিরাট। সেখানেই থাকছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের জন্য দেশে ফিরলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যার প্রথমটা ১৯ অক্টোবর পারথে। মঙ্গলবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় বিরাটকে। ভক্তরা বিরাটকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকেন। আবদার ছিল সেলফিরও। কিন্তু বিরাট সকলকে এড়িয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি করে চলে যান। সোজা চলে যান সতীর্থদের সঙ্গে দেখা করতে। সেখান থেকেই সকলের সঙ্গে বিরাট উড়ে যাবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে।
আরও পড়ুন: দুর্বল ক্যারিবিয়ানদের উড়িয়ে এক ডজন রেকর্ড গড়ল ভারত, জেনে নিন
এটা ঘটনা, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের দেশের জার্সিতে খেলতে দেখা যাবে রোহিত ও বিরাটকে। টেস্ট ও আন্তর্জাতিক টি২০ থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট ও রোহিত। শুধু আছেন এক দিনের ক্রিকেটে। তবে সেখানেও আর কত দিন? সেই প্রশ্ন রয়েছে। কারণ রোহিতকে সরিয়ে গিলকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক বাছা হয়েছে।
জানা গেছে ১৫ অক্টোবর দিল্লি থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবে টিম ইন্ডিয়া। তবে দল যাবে দুটি ভাগে। এক সঙ্গে সবার টিকিট পাওয়া যায়নি বলেই দলকে যেতে হবে দুই ভাগে। সূত্রের খবর, বুধবার সকালে একটি গ্রুপ যাবে। আর সন্ধেয় যাবে ক্রিকেটারদের অপর গ্রুপ।
