আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীলঙ্কা সিরিজটা ভাল যায়নি। ভারতকে একদিনের সিরিজে হারতে হয়েছে। রান পাননি বিরাট কোহলি। বেশ কিছুদিনের বিরতির পর ফের ২২ গজে দেখা যাবে বিরাটকে। 


বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৫ বছরের ব্যাটার। দেখা যাবে শুধু টেস্ট ও একদিনের ক্রিকেটে। 


বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে শচীন তেন্ডুলকারকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের রয়েছে ১০০ শতরান। আর বিরাটের এখন ৮০। এই রেকর্ড ভাঙতে পারবেন কিনা বা কতদিনে ভাঙবেন সেটা পরের প্রশ্ন। কিন্তু বাংলাদেশ সিরিজে একটা রেকর্ড গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে। আর ৫৮ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করবেন কোহলি। এখনও অবধি দ্রুততম ২৭ হাজার রান করার রেকর্ড রয়েছে শচীনের দখলে। তিনি ৬২৩ ইনিংসে করেছিলেন ২৭ হাজার রান। আর কোহলি সব ঘরানার ক্রিকেট মিলিয়ে ৫৯১ ইনিংসে করেছেন ২৬,৯৪২ রান। আগামী ৮ ইনিংসে কোহলি যদি মাত্র ৫৮ রান করে ফেলতে পারেন, তাহলে ৬০০ ইনিংসের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই নজির আর কারও নেই। 


প্রসঙ্গত, শচীন ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান করার নজির রয়েছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার।