আজকাল ওয়েবডেস্ক: ফাইনালে উঠে চমকে দিয়েছিলেন। কিন্তু ওজন বেশি থাকায় ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে নামতে পারবেন না ভিনেশ ফোগাত। ভেঙে পড়েছেন কুস্তিগির। অসুস্থ হয়ে গেমস ভিলেজের ক্লিনিকে ভর্তি তিনি।
জানেন তাঁর জন্ম কোথায়? কত সম্পত্তির মালিক তিনি? ১৯৯৪ সালের ২৫ আগস্ট তিনি জন্মেছিলেন হরিয়ানার চড়কি দাদরিতে। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে দেশকে সোনা দিয়েছেন ফোগাত। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও একাধিক পদক জিতেছেন তিনি। এখন জানুন ২৯ বছরের কুস্তিগিরের সম্পত্তির পরিমাণ
এই মুহূর্তে ৩৬.৫ কোটি টাকার মালিক ফোগাত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে তিনি পান মাসিক ৫০ হাজার টাকা। এছাড়া একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। সেখান থেকেও পান প্রচুর টাকা। এছাড়া হরিয়ানার রাজকীয় বাড়ি রয়েছে ফোগাতের। যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। এছাড়াও তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। রয়েছে একাধিক গাড়ি। তার মধ্যে রয়েছে টয়োটা ফরচুনার, টয়োটা ইনোভা ও মার্ডিসিজ জিএলই। তার মধ্যে মার্সিডিজটির দাম প্রায় ২ কোটি টাকা। বাকি দুটির দাম ২৮ লাখ ও ৩৫ লাখ।
জানেন তাঁর জন্ম কোথায়? কত সম্পত্তির মালিক তিনি? ১৯৯৪ সালের ২৫ আগস্ট তিনি জন্মেছিলেন হরিয়ানার চড়কি দাদরিতে। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে দেশকে সোনা দিয়েছেন ফোগাত। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপেও একাধিক পদক জিতেছেন তিনি। এখন জানুন ২৯ বছরের কুস্তিগিরের সম্পত্তির পরিমাণ
এই মুহূর্তে ৩৬.৫ কোটি টাকার মালিক ফোগাত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকে তিনি পান মাসিক ৫০ হাজার টাকা। এছাড়া একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। সেখান থেকেও পান প্রচুর টাকা। এছাড়া হরিয়ানার রাজকীয় বাড়ি রয়েছে ফোগাতের। যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। এছাড়াও তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। রয়েছে একাধিক গাড়ি। তার মধ্যে রয়েছে টয়োটা ফরচুনার, টয়োটা ইনোভা ও মার্ডিসিজ জিএলই। তার মধ্যে মার্সিডিজটির দাম প্রায় ২ কোটি টাকা। বাকি দুটির দাম ২৮ লাখ ও ৩৫ লাখ।
