আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় কুস্তিগির ভীনেশ ফোগাতকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। বলা হয়েছে, ডোপ পরীক্ষা না দেওয়ার জন্যই এই নোটিশ। বুধবার ভীনেশকে এই নোটিশ পাঠানো হয়। নমুনা না দেওয়ার কারণ ভীনেশকে ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তির ৫০ মিটারে ফাইনালে উঠেছিলেন ভীনেশ। কিন্তু ফাইনালের দিন সকালে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। ফাইনালে নামতে দেওয়া হয়নি। এমনকী রুপোর পদকও পাননি ভীনেশ। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেও লাভ হয়নি। এরপরই রাগে ও অভিমানে অবসর নেন ভীনেশ। এদিকে, ২৯ বছরের কুস্তিগিরের নাম এখনও নাডার তালিকায় রয়েছে। নিয়ম অনুযায়ী, ডোপ পরীক্ষা দেওয়ার জন্য কোথায়, কখন পাওয়া যাবে তা জানানোর কথা তাঁর। সেই মতো ভীনেশেরও জানানোর কথা ছিল। কিন্তু তাঁর দেওয়া জায়গায় সংশ্লিষ্ট দিনের নির্দিষ্ট সময় পাওয়া যায়নি বলে অভিযোগ নাডার। ফলে তাঁর নমুনা সংগ্রহ করা যায়নি। নাডা জানিয়েছে, ভীনেশ ৯ সেপ্টেম্বর সোনপতের খারখোদা গ্রামে নিজের বাড়িতে নমুনা দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি সেখানে ছিলেন না। কিন্তু কেন? সেটাই ১৪ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। ভীনেশকে হয় মেনে নিতে হবে, তিনি অনুপস্থিত ছিলেন। অথবা প্রমাণ করতে হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময় তিনি অন্তত ৬০ মিনিট অপেক্ষা করেছিলেন। নিয়ম অনুযায়ী, ১২ মাসের মধ্যে তিন বার এমন ঘটনা ঘটালে শাস্তির মুখে পড়তে হয় সেই খেলোয়াড়কে।
প্রসঙ্গত, ভীনেশ এখন সক্রিয় রাজনীতিতে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি জুলানা কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের টিকিটে।
