অতীশ সেন, বানারহাট: ডুয়ার্সের কিলকোট চা বাগানের নিকাশি নালায় দেখা গেল জোড়া চিতাশাবক। মা চিতাবাঘ আশেপাশে থাকার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন বাগানের বাসিন্দারা। তাদের আশঙ্কা যে অমূলক নয়, তা প্রমাণ করে কিছুক্ষণ পরেই মা চিতাবাঘ শাবকদুটিকে জঙ্গলে নিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জলপাইগুড়ি জেলার মাল সাব ডিভিশনের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। এদিন বাগানের ১৭ নম্বর সেকশনের আবাদি এলাকায় দুটি চিতাবাঘের শাবককে দেখতে পাওয়া যায়।  জানা গেছে, কিলকোট চা বাগানেরই বাসিন্দা রজক জহর ধোবি তার বাড়ির গরুর জন্য ঘাস কাটতে চা বাগানের ওই এলাকায় গিয়েছিল। সেই সময় সে একটি ঝোপের মধ্যে ওই দুই চিতাবাঘের শাবককে দেখতে পান। এই খবর পেয়ে শ্রমিকরা সেখানে ভিড় জমাতে শুরু করে। চা শ্রমিকরাই বনদপ্তরের খুনিয়া স্কোয়ার্ডে খবর দেন। তবে বনকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই মা চিতাবাঘ এসে শাবকদের নিয়ে গভীর জঙ্গলে চলে যায়।