আজকাল ওয়েবডেস্ক:‌ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর ফাঁসিদেওয়ায় ডাউন লাইনে স্বাভাবিক হল ট্রেন চলাচল। আপ লাইনে মঙ্গলবার সকালেই স্বাভাবিক হয়ে যায় পরিষেবা। তবে খুব ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন। দুর্ঘটনা কবলিত এক্সপ্রেস এবং মালগাড়ির কামরাগুলি সরিয়ে লাইন মেরামতি করে আবার পরিষেবা চালুর কাজ মঙ্গলবার সকালেই শেষ হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই ওই লাইনে ট্রেন চলাচল পুরো বন্ধ হয়ে য়ায়। সোমবারের পর মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিট নাগাদ ডাউন লাইনে প্রথম যাত্রিবাহী ট্রেন চালায় রেল। আওয়াধ–অসম এক্সপ্রেস খুব ধীর গতিতে ওই লাইন দিয়ে পাস করানো হয়। তার আগে সকালে আপ লাইন ধরে ধীর গতিতে কামাক্ষ্যা গান্ধীধাম এক্সপ্রেসকে পার করানো হয়। সোমবারের দুর্ঘটনার পর সেটাই প্রথম কোনও যাত্রিবাহী ট্রেন দুর্ঘটনাস্থল পেরোয়। তবে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও এখনই সব ট্রেন ওই লাইন দিয়ে চালানো হচ্ছে না। সোমবারের মত মঙ্গলবারও বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। মঙ্গলবার বাতিল করা হয়েছে হাওড়া–নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। মঙ্গলবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু সোমবারের দুর্ঘটনার কারণে শতাব্দী এক্সপ্রেস বাতিল করেছে রেল।
এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এগারো।