আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির দলে ছিলেন। খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টও। এবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে দেবদত্ত পাডিক্কাল, অভিমন্যু ঈশ্বরন ও প্রসিধ কৃষ্ণাকে।
৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বের খেলা। লোকেশ রাহুল বিশ্রাম চেয়েছেন ইংল্যান্ড সিরিজের আগে। আর তামিলনাড়ু সেমিফাইনালে উঠলে তবেই খেলবেন ওয়াশিংটন সুন্দর।
পাডিক্কাল, প্রসিধ কৃষ্ণা কিংবা ওয়াশিংটন সুন্দর বর্ডার গাভাসকার ট্রফিতে খেলার সুযোগ পেলেও পাননি বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরন। দল ফেরার আগেই অনুমতি নিয়ে তিনি দেশে ফিরে আসেন বাংলা শিবিরে যোগ দেওয়ার জন্য। ৯ জানুয়ারি বাংলার খেলা রয়েছে হরিয়ানার সঙ্গে। সেই ম্যাচে মাঠে নামবেন ঈশ্বরন।
তবে আকাশ দীপ হরিয়ানা ম্যাচ খেলতে পারছেন না। এনসিএ–তে রয়েছেন তিনি।
এদিকে, পাডিক্কাল ও কৃষ্ণা ১১ জানুয়ারির আগেই কর্নাটক দলে যোগ দেবেন। ১১ তারিখ কর্নাটকের খেলা রয়েছে বরোদার বিরুদ্ধে। এটা ঘটনা, বর্ডার গাভাসকার ট্রফিতে ভরাডুবির পর হেড কোচ গম্ভীর ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দিয়েছে। কিন্তু সবাই অংশ না নিলেও কেউ কেউ খেলবেন। গম্ভীর বলেছিলেন, ‘আমি সবসময় ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দিই। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতেই হবে। লাল বলের ক্রিকেটে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতেই হবে। ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দিলে টেস্ট ক্রিকেটারদের মান উন্নত হবে না।’
