আজকাল ওয়েবডেস্ক:‌ ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি। জার্মানির জার্সি গায়ে আর খেলবেন না থমাস মুলার। দেশের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল রয়েছে এই তারকার। এক ভিডিওবার্তায় সোমবার নিজের সিদ্ধান্তের কথা জানান মুলার। 


সেপ্টেম্বরে ৩৫ বছরে পড়বেন মুলার। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মুলার এদিন বলেছেন, ‘‌১৪ বছর আগে যখন জার্মানির হয়ে প্রথম ম্যাচ খেলেছিলাম। ভাবিনি এতদূর আসতে পারব।’‌ এরপরই মুলার জুড়ে দিয়েছেন, ‘‌বড় জয় পেয়েছি। পরাজয়ের মুখও দেখতে হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি।’‌ বলেছেন, ‘‌দেশের হয়ে খেলা বরাবরই গর্বের। একসঙ্গে উৎসব করেছি। কখনও কেঁদেছি। জার্মানির সব ভক্ত সতীর্থদের ধন্যবাদ।’‌


প্রসঙ্গত, ২০১০ সালে জার্মানির জার্সিতে অভিষেক হয় মুলারের। সেবার বিশ্বকাপে ৫ গোল করেছিলেন তিনি। পেয়েছিলেন গোল্ডেন বুট। ২০১৪–র বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনি। একটি হ্যাটট্রিকসহ সেবারও করেছিলেন পাঁচ গোল। বায়ার্ন মিউনিখ যুব দলের হয়ে কলকাতাতেও খেলে গিয়েছেন মুলার। তবে বিশ্বকাপে দশ গোল থাকলেও ইউরোয় একটিও গোল নেই মুলারের। আর এবারের ইউরোয় তিনি সেভাবে সুযোগও পাননি। আপাতত বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবল খেলবেন তিনি। সেখানে তাঁর চুক্তি রয়েছে ২০২৫ পর্যন্ত।