আজকাল ওয়েবডেস্ক: টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ৫ টেস্টের সিরিজ শুরু হবে ২০ জুন থেকে। কিন্তু চোটের জন্য হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে পারবেন না গাস অ্যাটকিনসন। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি খেলতে পারছেন না। এখন শোনা যাচ্ছে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে এই পেসারের খেলা প্রায় অসম্ভব।
গত মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টে চোটটা পেয়েছিলেন অ্যাটকিনসন। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩ ওভার বল করেই তিনি মাঠ ছাড়েন। যদিও পেসারের আশা ছিল ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ফিটনেসের অভাবে হয়ত প্রথম টেস্ট খেলা হবে না তাঁর।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে টেস্টে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ বোলার অ্যাটকিনসন। ১২ টেস্টে ৫৫ উইকেট নিয়ে ফেলেছেন। তার মধ্যে তিনবার ইনিংসে পেয়েছেন পাঁচ উইকেট।
ইংল্যান্ড শিবির চেষ্টা করছে অ্যাটকিনসনকে দ্রুত সুস্থ করার। আর তিনি না পারলে তাঁর জায়গায় দলে ঢোকার দাবিদার স্যাম কুক, ম্যাথু পটস ও জস টাঙ্গ।
এদিকে অ্যাটকিনসন ছাড়াও মার্ক উড, ওলি স্টোন, জোফ্রা আর্চারেরও চোট রয়েছে। এখন আবার শোনা যাচ্ছে ভারত এ দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ন্স দলে ঢুকতে পারেন বর্ষীয়ান পেসার ক্রিস ওকস।
