আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া?‌ সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ভাল কিছু করতে না পারলে রোহিতের অধিনায়কত্ব তো যাবেই, কেরিয়ার নিয়েও থাকবে প্রশ্ন। আর এরই মধ্যে পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ভেসে উঠেছে।


এর আগে রোহিতের অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে হার্দিক ভারতকে নেতৃত্ব দিয়ে সাফল্যও পেয়েছেন। কিন্তু গতবছর টি২০ বিশ্বকাপ জিতে রোহিত অবসর নেওয়ায় বিসিসিআই অধিনায়ক হিসেবে বেছে নেয় সূর্যকুমার যাদবকে। এমনকী একদিনের ক্রিকেটে সহ অধিনায়ক হিসেবেও হার্দিককে না বেছে গিলকে বেছে নিয়েছেন নির্বাচকরা। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অক্ষর প্যাটেলকে সহ অধিনায়ক করা হয়েছিল।


এই পরিস্থিতিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ব্যর্থ হলে অধিনায়ক বদল করা হবে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ‘‌হেড কোচ গৌতম গম্ভীর হার্দিককে সহ অধিনায়ক চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক প্রধান অজিত আগরকারের জেদের কাছে হার মানেন।’‌ 
ওই সূত্রের আরও খবর, হার্দিক টি২০ আন্তর্জাতিকেও অধিনায়কত্ব ফিরে পেতে পারেন। কারণ সূর্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে রান পাননি। তবে ২০২৪ টি২০ বিশ্বকাপ জেতার সময় রোহিতের ডেপুটি কিন্তু ছিলেন হার্দিকই।


বোর্ডের কিছু কর্তা ও গম্ভীর মনে করেন হার্দিকের সঙ্গে অন্যায় হয়েছে। তাই এখন হার্দিকের নাম ভেসে উঠছে ভারতের সাদা বলের অধিনায়ক হিসেবে।