আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের মেগা নিলামের আসর বসবে কোথায়?‌ দুবাই নাকি রিয়াধ। ভারতের বাইরে যে নিলামের আসর বসবে এটা প্রায় নিশ্চিত। কিন্তু কোথায়, তা এখনও জানা যায়নি। ২০২৪ আইপিএলের আগে যেমন নিলামের আসর বসেছিল দুবাইয়ে। তবে বিভিন্ন সূত্রের খবর, সৌদি আরবে বসতে চলেছে ২০২৫ আইপিএলের নিলাম। তবে সৌদি আরবের মতো জায়গায় হোটেল ভাড়া এতটাই বেশি যে সেটাই ভাবনায় রেখেছে বিসিসিআই ও ফ্রাঞ্চাইজি মালিকদের। এখন আবার শোনা যাচ্ছে, সিঙ্গাপুরে বসতে পারে নিলামের আসর। 


এদিকে মুম্বই ইন্ডিয়ান্স আবার হেড কোচ হিসেবে মাহেলা জয়বর্ধনেকে ফিরিয়ে এনেছে। এর আগে ২০১৭ থেকে ২০২২ অবধি তিনি মুম্বইয়ের হেড কোচ ছিলেন। 
প্রসঙ্গত, ২০২২ আইপিএলের পর জয়বর্ধনে মুম্বইয়ের গ্লোবাল হেড অফ ক্রিকেট এর দায়িত্বে ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। এবার ফের তিনি হেড কোচের দায়িত্বে ফিরলেন। 


২০২২ সালে অন্য দায়িত্ব পাওয়ায় ২০২৩ ও ২৪ সালে হেড কোচের দায়িত্বে ছিলেন মার্ক বাউচার। ২০২৩ সালে মুম্বই প্লে–অফে গেলেও ২০২৪ আইপিএলে মুম্বইয়ের ফর্ম একেবারেই আশানুরূপ ছিল না। বিশেষ করে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে দল একেবারেই ভাল খেলতে পারেনি। তার ২০২৫ আইপিএলের আগে ফের জয়বর্ধনেকে হেড কোচ করা হল।