আজকাল ওয়েবডেস্ক:‌ ৪৮ ঘণ্টা আগেই লিডস টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ভারত এখনও করেনি। কিন্তু কেমন হতে পারে প্রথম একাদশ?‌ জল্পনা সর্বত্র। বিশেষ করে রোহিত, বিরাট, অশ্বিনের অবসরের পর কারা নেবেন দায়িত্ব তা নিয়ে একটা আগ্রহ রয়েছে।


এমনিতে ভারত ১৮ জনের দল বেছে নিয়েছে। পেস বোলিংয়ে বিকল্প বাড়াতে যোগ করা হয়েছে হর্ষিত রানাকেও। ওপেনিংয়ে যশস্বী জয়েসওয়াল থাকছেন। সঙ্গী কে? লোকেশ রাহুল ওপেন করলে চার নম্বরে বিরাটের জায়গা কে নেবেন? অভিমন্যু নাকি সাই সুদর্শন, কাকে সুযোগ দেওয়া হবে? যদিও চারে সম্ভবত খেলতে দেখা যাবে অধিনায়ক শুভমান গিলকে।


দীর্ঘ ৮ বছর পর টেস্টে কামব্যাক হয়েছে করুণ নায়ারের। ভারত এ দলের হয়ে ডাবল সেঞ্চুরিও করেছেন। তাঁকে কি চার নম্বরে দেখা যেতে পারে? সম্ভাবনা কম। যা মনে হচ্ছে তাতে যশস্বীর সঙ্গে হয়তো ওপেন করবেন লোকেশ রাহুলই। তিনে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। তবে এই পজিশনের দাবিদার অনেক। সাইয়ের লড়াই ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরণও। আবার সেকেন্ড কিপার ধ্রুব জুরেলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। 


তবে চার নম্বরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি গিলের। পাঁচ নম্বরে দেখা যেতে পারে অভিজ্ঞ করুণ নায়ারকে। ছয়ে ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। এরপর স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আরও একটা প্রশ্ন আসছে, নীতীশ রেড্ডি নাকি শার্দূল, পেস বোলিং অলরাউন্ডার কে? শার্দূল আগেও ইংল্যান্ডে নজর কেড়েছেন। অন্যদিকে বর্ডার গাভাসকার ট্রফিতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন নীতীশও। যদিও শার্দূলকেই এগিয়ে রাখা যায় প্রথম ম্যাচের জন্য। তিন পেসার জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং সম্ভবত প্রসিধ কৃষ্ণা।


প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, করুণ নায়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা