আজকাল ওয়েবডেস্ক:‌ বাবা হলেন বাংলার জোরে বোলার মুকেশ কুমার। ভারতীয় জোরে বোলারের স্ত্রী দিব্যা সিং শুক্রবার পুত্র সন্তানের জন্ম দেন।
সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই দিয়েছেন মুকেশ। লিখেছেন, ‘‌ক্ষুদ্রতম হৃদস্পন্দনের সঙ্গে নতুন অধ্যায় শুরু হল।’‌ 


ইনস্টাগ্রামে সদ্যোজাত পুত্রের হাতের ছবি পোস্ট করেছেন মুকেশ। কচি হাতটা আগলে রেখেছেন মুকেশ ও তাঁর স্ত্রী দিব্যা। সঙ্গে লিখেছেন, ‘একসঙ্গে ভালবেসেছি, এবার একসঙ্গে সন্তানের দায়িত্ব পালন করব। আমাদের হাতে এখন ছোট্ট পুত্রসন্তানের হাত। ভালবাসা সহ মুকেশ ও দিব্যা।’‌ আরও লিখেছেন, ‘এক নতুন অধ্যায় শুরু হল’। সতীর্থ ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন মুকেশকে। 


প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে দিব্যার সঙ্গে বিয়ে হয় মুকেশের। জন্মস্থান বিহারের গোপালগঞ্জের বাড়িতে একেবারেই ঘরোয়া অনুষ্ঠান করেন মুকেশ। সেখানে পরিবারের সদস্য এবং আত্মীয়–বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিলেন।


এদিকে, বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলার ফলে জাতীয় দলে সুযোগ পান মুকেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালের সেপ্টেম্বরে একদিনের ক্রিকেটে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সব ধরনের ক্রিকেটেই দেশের হয়ে খেলেছেন তিনি। ভারতের জার্সিতে তিনটি টেস্টে ৭টি উইকেট নিয়েছেন। অন্যদিকে ৬টি ওয়ানডে ও ১৭টি টি২০ তে যথাক্রমে ৫টি ও ২০টি উইকেট পেয়েছেন। তবে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৪–র জুলাই মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ ম্যাচে। ফের টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার অপেক্ষায় ৩১ বছরের মুকেশ।