আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার দায়িত্বে এখন গৌতম গম্ভীর। ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আলোচনা, পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে লখনউ ও কেকেআর দলের মেন্টর ছিলেন তিনি। হেড কোচ এই প্রথম। তাও আবার টিম ইন্ডিয়ার। সেই গম্ভীর সম্পর্কে অস্ট্রেলিয়ান প্রাক্তন জোরে বোলার ব্রেট লি জানিয়েছেন, ‘‌গম্ভীরকে সুযোগ দিলেই ও সেটা কাজে লাগিয়েছে। অধিনায়ক ও মেন্টর হয়ে কেকেআরকে আইপিএল জিতিয়েছে। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। গোটা দলকে একাত্ম করার ক্ষমতা রয়েছে গম্ভীরের। ওঁর আগ্রাসী মনোভাব টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে। এটুকু বলতে পারি, ক্রিকেটার গম্ভীর নিজেকে যেভাবে মেলে ধরেছিলেন, কোচ হিসেবেও সেটাই করবেন।’‌ 



প্রসঙ্গত, চলতি সপ্তাহেই শ্রীলঙ্কা সফরের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে। তার আগে নির্বাচকদের সঙ্গে বসবেন গম্ভীর। তারপর হবে দল ঘোষণা। অর্থাৎ ইতিমধ্যেই দলের রাশ নিজের হাতে নেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন গম্ভীর। সিনিয়রদের জিম্বাবোয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও শ্রীলঙ্কা সিরিজে ফেরানো হতে পারে। সঙ্গে গিলদেরও নেওয়া হতে পারে।