আজকাল ওয়েবডেস্ক:‌ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হতেই জল্পনা এবার দলে বেশ কিছু রদবদল হতে পারে। ইতিমধ্যেই রোহিত, বিরাট, জাদেজা আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। পাশাপাশি আরও কিছু সিনিয়র ক্রিকেটারের সংক্ষিপ্ত সংস্করণে খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মধ্যে অন্যতম মহম্মদ সামি। তিনি এখনও সব ঘরানার ক্রিকেটেই রয়েছেন। তবে চোটের জন্য ২০২৩ বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার বিদায়ী বোলিং কোচ পরস মামব্রে গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফদের অনুরোধ করেছেন দ্রুত সামির সঙ্গে কথা বলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জেনে নিতে।


মামব্রে বলেছেন, ‘‌সময় নষ্ট না করে সামির সঙ্গে এখনই কথা বলা উচিত। ও কী চায় তা জেনে নেওয়া দরকার। সামি তরুণ নয়। তাই নিশ্চয়ই আর দীর্ঘদিন খেলবে না। কতটা সুস্থ সেটাও দেখতে হবে। আমি জানি গম্ভীরের সঙ্গে সাপোর্ট স্টাফ যারা থাকবে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে। এটুকু বলতে পারি, এখনও ভারতের দরকার সামিকে।’‌ মামব্রে আরও জুড়ে দিয়েছেন, ‘‌যদি টেস্টের কথাই ধরি, তাহলে সামির বিকল্প নেই। অন্তত অস্ট্রেলিয়ায়। তবে সামি কী চায়। ওর শারীরিক অবস্থাও বুঝে নিতে হবে। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে সামির কিছু অনুশীলন ম্যাচ দরকার।’‌ তিনি আরও বলেছেন, ‘‌একেকজন ক্রিকেটারের শারীরিক বিষযটা একেকরকম। সামির সঙ্গে তরুণ পেসারের ফিটনেস নিয়ে তুলনা করলে হবে না। সামির গুরুত্ব বুঝতে হবে। এটুকু বুঝতে হবে টেস্ট জিততে হলে সামিকে দরকার।’‌