আজকাল ওয়েবডেস্ক:‌ দলে বিভিন্ন ভূমিকায় ক্রিকেটারদের দেখতে চান টিম ইন্ডিয়ার নতুন টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। তিন ম্যাচের টি২০ সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে একটি ম্যাচ। বোর্ডের পোস্ট করা একটি ভিডিওয় সূর্য বলেছেন, ‘‌আমি অধিনায়ক হতে চাই না। নেতা হতে চাই। এটা দেখে ভাল লাগছে যে সবার ভাল লাগছে।’‌ এটা ঘটনা, শ্রীলঙ্কা ব্যাটিং নিয়ে গভীর সমস্যায়। প্রথম দুই ম্যাচেই শুরুর দিকে ব্যাটসম্যানরা ছাড়া কেউ খেলতে পারেননি। এটা পরিস্কার, শ্রীলঙ্কা দলে তিন বা চার জন–তাছাড়া আর ব্যাটসম্যান নেই। 



এদিকে, বিরাট, রোহিতরা শ্রীলঙ্কা পৌঁছে গেছেন রবিবার। সোমবার দুই ক্রিকেটারকে অনুশীলন করতে দেখা গেছে। দুই ক্রিকেটারই রয়েছে একদিনের দলে। ২ আগস্ট থেকে শুরু হবে একদিনের সিরিজ।
 এদিকে মহম্মদ সামি সুস্থ হওয়ার প্রক্রিয় চালিয়ে যাচ্ছেন। অনুশীলন শুরু করে দিয়েছেন। খুব শীঘ্রই বড় রান আপে বল করা শুরু করে দেবেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ না হলেও সম্ভবত বর্ডার–গাভাসকার ট্রফিতে দলে ফিরবেন সামি। বিশ্বকাপের সেরা বোলার এতদিন চোটের জন্য বসে থাকায় টিম ইন্ডিয়াও বেশ বেকায়দায়।