আজকাল ওয়েবডেস্ক:‌ ২২ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ। প্রথম ম্যাচ ইডেন গার্ডেনে। সেই ইডেনে তিন দিনের প্রস্তুতি শিবির সারবে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। জানা গেছে, শনিবার অর্থাৎ ১৮ জানুয়ারি কলকাতায় চলে আসবে দল। তিন দিন ধরে অনুশীলন চালাবে ইডেনে। 


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবারই কলকাতায় চলে আসবে ভারতের টি২০ দল। ২২ জানুয়ারি ইডেনে প্রথম ম্যাচের আগে করবে তিন দিনের শিবির। সূত্রের খবর, ইংল্যান্ড দলও ১৯ জানুয়ারি রবিবার কলকাতায় পা রাখছে।


এটা ঘটনা টি২০ বিশ্বকাপ জয়ের পরেই সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বে দুর্দান্ত খেলেছে ভারত। হারিয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে। এবার সামনে ইংল্যান্ড।


এদিকে টি২০ সিরিজে খেলছেন না বুমরা। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে চোট সারিয়ে সামি ফিরেছেন টি২০ দলে। 


এদিকে, ইডেন গার্ডেনে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড করা হয়েছে। ম্যাচের দিন ব্রেকের সময় ঝুলনকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে সিএবি। খেলা শুরুর আগে বাংলার জুনিয়র মহিলা দলকে সংবর্ধনা দেওয়া হবে। বিশেষ সম্মান জানানো হবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে।