আজকাল ওয়েবডেস্ক:‌ রঞ্জি ট্রফিতে পারিশ্রমিক বাড়াতে হবে। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর দাবি তুলেছেন সুনীল গাভাসকার। বোর্ড তা মানবে কিনা সময় বলবে।


এক ওয়েবসাইটের কলামে সানি বলেছেন, ‘‌পরের মরসুম থেকে রঞ্জি ট্রফির ম্যাচ ফি বাড়ানো দরকার। জাতীয় দলের হয়ে না খেলা ক্রিকেটারেরা যে টাকা পায়, তার সঙ্গে রঞ্জি ট্রফিতে কঠোর পরিশ্রম করা ক্রিকেটারের বেতনের পার্থক্য অনেক।’‌ এই প্রসঙ্গে মুম্বই ক্রিকেট সংস্থার কথা উল্লেখ করে গাভাসকার বলেছেন, ‘‌জাতীয় দলের ম্যাচ ফি–র মতো সমান টাকা দেয় মুম্বই। যদি বাকি রাজ্যগুলোও একই কাজ করে, তা হলে ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়রা অনেক টাকা উপার্জন করতে পারবে।’‌ 


সানির কথায়, ‘‌প্রত্যেক রাজ্য সংস্থা বোর্ডের থেকে প্রচুর টাকা পায়। যার বেশির ভাগই জমা থাকে ব্যাঙ্কে। পরিকাঠামো তৈরি বা ক্রিকেটের উন্নতিতে কাজে লাগানো হয় না। অথচ সেই কারণেই টাকাগুলো দেওয়া হয়। তাই রাজ্যগুলো সেই টাকায় রঞ্জি খেলা ক্রিকেটারদের বাড়তি বেতন দিতেই পারে।’‌ 


এই মুহূর্তে দিন প্রতি সিনিয়র ক্রিকেটাররা ম্যাচ ফি বাবদ ৬০ হাজার টাকা পান। অর্থাৎ রঞ্জির চার দিনে ২ লক্ষ ৪০ হাজার টাকা। আর রঞ্জিতে সব ম্যাচ খেলে ফাইনালে উঠলে হাতে আসে প্রায় ২৫ লক্ষ টাকা। বোর্ড অবশ্য চেষ্টা করছে যাতে একটি ঘরোয়া মরসুম থেকে ক্রিকেটাররা অন্তত এক কোটি টাকা রোজগার করতে পারেন।