আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট, ফুটবলে সম্প্রতি একাধিক নিয়ম বদল হয়েছে। ক্রিকেটে সেখানে দুই বাউন্সার নিয়ম থেকে ডিআরএস। সম্প্রতি আরও একটি নিয়ম এসেছে। কোনও ব্যাটার হাওয়ায় বল মারলে সে প্রান্ত বদল করতে পারবেন না। আউট হয়ে গেলে নতুন ব্যাটার বোলারকে ফেস করবেন। আর ক্রিকেটের এই সমস্ত নিয়ম তৈরি করে এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)। ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকার মনে করছেন, যারা ক্রিকেটের নিয়ম তৈরি করে তাদের আন্তর্জাতিক খেলোয়াড় যেমন দ্রাবিড়, গ্রেম স্মিথের মতো ক্রিকেটারদের সদস্যপদ দেওয়া উচিত। যাতে নতুন নিয়ম তৈরির আগে এমসিসি আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে নিতে পারে।
কটক ম্যাচে লিভিংস্টোনকে মারতে গিয়ে ক্যাচ আউট হন রোহিত। উইকেটে এসেই বল ফেস করেন অক্ষর। এই বিষয়টি উত্থাপন করে সানি বলেছেন, ‘ক্রিকেটের নিয়ম বদল করে এমসিসি। এটি একটি প্রাইভেট ক্লাব। তারাই ক্রিকেটের নিয়ম তৈরি করে। কিন্তু এই ক্লাবে আন্তর্জাতিক অভিজ্ঞতা দরকার। প্রাক্তন ক্রিকেটার ও কোচিংয়ের অভিজ্ঞতা থাকা রাহুল দ্রাবিড়, গ্রেম স্মিথ, রিকি পন্টিংদের সাহায্য নিতে পারে এমসিসি। কমিটিতে প্রাক্তন ক্রিকেটাররা থাকলে ভাল হয়।’ একাধিক নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন সানি। সাইমন টাফেলের মতো আম্পায়ারকে কমিটিতে রাখার কথাও বলেছেন। সানির কথায়, ‘ওভারে দুটো বাউন্সার। দিনে ৯০ ওভার। বল আকাশে তুললে প্রান্ত পরিবর্তন করা যাবে না। বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে ফের মূল্যায়ন করা দরকার।’
