আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১৮ বছরের খরা কাটিয়ে আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। এই দীর্ঘ অপেক্ষাই আবেগের বিস্ফোরণের কারণ। এবং সেই কারণেই বিজয়োৎসবকে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা ঘটে গেল চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। এমনটাই মনে করছেন সুনীল গাভাসকার।
 
 নিজের কলামে তিনি লিখেছেন, ‘অন্য অনেক টিম অতীতে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বিরাটদের অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর। যদি ওরা আগে জিতে থাকত, তা হলে হয়ত এমন আবেগের বিস্ফোরণ হত না। অন্য টিম যারা জিতেছে আগে, সেই টিমের ভক্তদের ১৮ বছর অপেক্ষা করতে হয়নি। তাই বিজয়োৎসব ঘিরে এমন উন্মাদনাও অন্য জায়গায় হয়নি। তবে যাই ঘটুক না কেন, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা।
 
 প্রসঙ্গত, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেরদিন চিন্নাস্বামীতে কোহলিদের বিজয়োৎসব ছিল। তা দেখতে ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায়। স্টেডিয়ামের বাইরে এই হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনা ঘটে। যাতে মারা যান ১১ জন। আহতও হন অনেকে। ঘটনায় শোকপ্রকাশও করেছেন সানি। বলেছেন, ‘হৃদয় বিদারক ঘটনা। মৃতদের পরিবারের প্রতি রইল সমবেদনা।’ 
