টলিউডে এখন থ্রিলারের রমরমা। ছবি থেকে সিরিজ সব ঘরানাতেই এখন চোখে পড়ছে রহস্যের ছাপ। টানটান উত্তেজনায় ভরপুর গল্পে ছক ভাঙছেন বহু পরিচালক। চেনা ছকের বাইরে বেরিয়ে তাঁরা দর্শকের মনে জায়গা দিচ্ছেন 'অন্যধারার ছবি'কে। এরকমই এক ছকভাঙা গল্প বলতে আসছেন পরিচালক সৌম্য রায়চৌধুরী। 

 

 

জানা যাচ্ছে, বাংলায় থ্রিলার ছবির রমরমার কারণেই এই ছবির ভাবনা পরিচালকের। নিজের ছবিতে সমাজের এক ভিন্ন দিক ফুটিয়ে তুলতে চলেছেন অভিরূপ। সমাজের যে অন্ধকার দিক, যে দিক কেউ আলোকিত করতে ভয় পায়, সেদিক থেকে উঠে আসা এক গল্পকে বড়পর্দায় জায়গা দিতে চলেছেন তিনি। 

 


মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী অনিন্দিতা বসুকে। এছাড়াও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী রোহিনী চট্টোপাধ্যায়। খবর, এছাড়াও এই ছবিতে রয়েছেন টলিউডের বহু পরিচিত মুখ। প্রত্যেকেই নিজেদের চরিত্রে দর্শকের সামনে অচেনা হয়ে ধরা দিতে চলেছেন। 

 


টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলারের ছকে আগেও দেখা গিয়েছে রণজয় ও অনিন্দিতাকে। তবে জুটি হিসেবে আগে দেখা যায়নি তাঁদের। যদিও এই ছবির হাত ধরে তাঁরা জুটি হিসেবে সামনে আসবেন কিনা তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। তবে এবার দুই তারকাকে একফ্রেমে দেখতে চলেছেন দর্শক। ইতিমধ্যেই, শেষ হয়েছে ছবির শুটিং। সূত্রের খবর, পুরো শুটিংই কলকাতার বাইরে করেছেন পরিচালক। 

 


প্রসঙ্গত, কিছুদিন আগেই শুটিং শেষ হয়েছে পরিচালক অভ্রজিৎ সেনের সিরিজ 'চেকমেট'-এর। এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন রণজয় বিষ্ণু। সঙ্গে রয়েছেন টলিপাড়ার দুই নায়িকা মানালি মনীষা দে ও দেবাদৃতা বসু। জি ফাইভ ও বুলেট অ্যাপে দেখা যাবে এই ডার্ক থ্রিলার সিরিজটি। অন্যদিকে, আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে অনিন্দিতার আগামী সিরিজ। হইচই-এ ফিরছে ভাদুড়ি মশাই! সায়ন্তন ঘোষালের পরিচালনায় আসছে 'নিকষ ছায়া ২'। সেখানে আগের দুটি সিজনের মতো দেখা যাবে অনিন্দিতাকে। এছাড়াও থাকবেন চিরঞ্জিত চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক।