বলিউডের একেবারে নিজস্ব ছন্দে চলা অভিনেত্রী, যাঁর অভিনয়ে আছে তীব্রতা, সংযম, আর এক অদ্ভুত যাদু। তাব্বু, যিনি তিন দশক ধরে প্রমাণ করে এসেছেন স্টারডম নয়, পারফরম্যান্সই অভিনেতার আসল পরিচয়। জন্মদিনের এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক তাঁর ৭টি অনবদ্য ছবি, যেগুলো এখনই দেখতে পারবেন ওটিটি-তে।
2
8
খুফিয়া (নেটফ্লিক্স): পরিচালক বিশাল ভরদ্বাজের ওটিটি ডেবিউ এই ছবি এক কথায় অপূর্ব থ্রিলার। তাব্বু এখানে কৃষ্ণা মেহরা, ভারতীয় গুপ্তচর সংস্থা 'র'-এর এক অফিসার, যিনি কর্তব্য, প্রতারণা আর ব্যক্তিগত ভাঙনের মধ্যে আটকে পড়েছেন। অমর ভূষণের উপন্যাস এস্কেপ টু নোহোয়্যার অবলম্বনে তৈরি এই গুপ্তচর কাহিনিতে, বিশ্বস্ততা আর বিশ্বাসঘাতকতার সীমারেখা বারবার মিশে যায়। ছবিতে তাব্বুর সঙ্গে দেখা গিয়েছে আলি ফজল ও ওয়ামিকা গাব্বিকে।
3
8
হেয়দার (নেটফ্লিক্স): পরিচালক বিশাল ভরদ্বাজের আরেকটি মাস্টারপিস, শেক্সপিয়রের হ্যামলেট-এর ভারতীয় রূপ। কাশ্মীরের অশান্ত প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্পে তাব্বু অভিনয় করেছেন নায়কের মায়ের চরিত্রে। এক অন্ধকার, বিভ্রান্ত, হৃদয়বিদারক চরিত্র, যা এককথায় গোটা ছবির প্রাণ।
4
8
মাচিস (অ্যামাজন প্রাইম ভিডিও): গুলজার পরিচালিত এই রাজনৈতিক নাটকে তাব্বুর চরিত্র ভিরান। ভালবাসা, ক্ষতি, বিদ্রোহের মাঝখানে এক নারী। তাঁর সংযত অথচ প্রবল অভিনয় ছবিটিকে দিয়েছে অসাধারণ আবেগ। নয়ের দশকে তৈরি হলেও, মাচিস আজও সময়ের থেকে এগিয়ে থাকা এক সিনেমা, যা পাঞ্জাবের বিদ্রোহী তরুণ প্রজন্মের হতাশা তুলে ধরে।
5
8
গোলমাল এগেইন (অ্যামাজন প্রাইম ভিডিও) : যাঁরা তাব্বুকে হালকা মেজাজে দেখতে চান, তাঁদের জন্য এই হরর-কমেডি পারফেক্ট! রোহিত শেঠির এই ছবিতে তিনি আন্না, এক নারী যিনি ভূত দেখতে পান। কমেডির ফাঁকে তাব্বুর উপস্থিতি ছবিতে এক অনন্য ভারসাম্য এনে দেয়।
6
8
চাঁদনী বার (অ্যামাজন প্রাইম ভিডিও): তাব্বুর কেরিয়ারের সংজ্ঞা বদলে দিয়েছিল এই ছবি। মমতাজ, এক বার ডান্সার, যে পরিবারের জন্য সমাজের তলায় পড়ে লড়াই করে বাঁচে। মধুর ভাণ্ডারকর পরিচালিত এই জাতীয় পুরস্কারজয়ী ছবিটি মুম্বইয়ের নির্মম বাস্তবতা আর টিকে থাকার গল্প বলে।
7
8
মকবুল (অ্যামাজন প্রাইম ভিডিও): শেক্সপিয়রের ম্যাকবেথ-এর গ্যাংস্টার রূপ, যেখানে তাব্বু হলেন নিম্মি -লেডি ম্যাকবেথের ভারতীয় রূপ। আকর্ষণ, উচ্চাকাঙ্ক্ষা আর চালচলনে ভরা এই চরিত্রে তাব্বু এমন এক ভয়াবহ মোহ তৈরি করেন, যা থেকে চোখ সরানো যায় না।
8
8
অন্ধাধুন (নেটফ্লিস্ক): পরিচালক শ্রীরাম রাঘবনের এই ডার্ক কমেডি থ্রিলারে তাব্বু হলেন সিমি, যাঁর একের পর এক সিদ্ধান্ত গল্পটিকে টেনে নেয় চরম শিহরণে। আয়ুষ্মান খুরানার অন্ধ পিয়ানোবাদক চরিত্রের বিপরীতে তাব্বু এখানে একেবারে অন্য মাপের, অনিশ্চিত, রোমাঞ্চকর এক নারী।