আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট, রোহিত ও অশ্বিন অবসর নিয়েছেন। এ যেন টেস্টে নতুন ভারত। নেতৃত্বের দায়িত্ব শুভমান গিলের কাঁধে। সহ–অধিনায়ক ঋষভ পন্থ। যশস্বী থেকে সাই সুদর্শন, সর্বত্রই তরুণ মুখ। এর মধ্যে তুলনায় যে ক’জন সিনিয়র আছেন, তাঁদের মধ্যে অন্যতম লোকেশ রাহুল। লিডস টেস্টে ওপেন করে ভারতকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও রান পেয়েছেন। অর্ধশতরান করে ফেলেছেন। তারপরই রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকার থেকে চেতেশ্বর পূজারা। সেই সঙ্গে ভুলও ধরিয়ে দিলেন দু’জনে। 


রাহুল প্রথম ইনিংসে করেছিলেন ৪২ রান। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই অর্ধশতরান করে ফেলেছেন। গাভাসকার বলছেন, ‘‌রাহুল টিম ম্যান। ওকে বলা হয়েছে উইকেট না হারাতে, ও সেটাই করছে। দলে এরকম একজনকেই দরকার। ওর মধ্যে একটা সংযম আছে। যেটা আজকের দিনে বিরল। এখনকার দিনে তো সবাই নিজেদের অর্জন দেখাতে ব্যস্ত। সেখানে রাহুল সেলিব্রেশনের ক্ষেত্রেও নীরব। ও নিজেও জানে না ও কত ভাল প্লেয়ার।’‌


অন্যদিকে চেতেশ্বর পূজারা বলছেন, ‘‌এই মুহূর্তে ভারতের টেস্ট দলে টেকনিক্যালি সবচেয়ে ভাল ব্যাটার রাহুল। যেভাবে ওর ফুটওয়ার্ক কাজ করে, যেভাবে বলের লেংথ বোঝে, তাতে ওকে আদর্শ টেস্ট প্লেয়ার বলে মনে হয়।’‌ যদিও ৫৮টি টেস্টে রাহুলের সেঞ্চুরির সংখ্যা ৮। এই বিষয়ে পূজারা বলছেন, ‘‌একই সঙ্গে ওকে বড় রান করতে হবে। ওর মধ্যে সেই প্রতিভা আছে। কিন্তু বহু সময় এসেছে যখন ভাল শুরু করেও বড় রান করতে পারেনি।’‌ গাভাসকারও রাহুলের আত্মবিশ্বাসের সমস্যার দিকেই ইঙ্গিত করেছেন।