আজকাল ওয়েবডেস্ক: গড়িয়ায় আত্মঘাতী যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী স্নেহা মুণ্ডা। উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাস করতে পারেনি স্নেহা। সেজন্যই আত্মহত্যা বলে জানিয়েছেন তার আত্মীয়রা। ১৭ বছরের এক ছাত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, যাদবপুর বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির পড়ুয়া ছিল মেয়েটি। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, স্নেহার বাবা দীর্ঘদিন আগেই মারা গেছেন। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া তাঁর মা বোনের সঙ্গে থাকত। যদিও মা কাজের সূত্রে বাইরেই থাকেন বেশির ভাগ সময়। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার যাদবপুর বিদ্যাপীঠের ওই ছাত্রীর টেস্ট পরীক্ষার ফল বেরোয়। মাকে ফোন করে স্নেহা জানিয়েছিল সে পাশ করেছে। তখন মা ফলাফলের একটি ছবি তুলে তাঁকে পাঠাতে বলেছিলেন। তার পরেই এই কাণ্ড। পরিবারের দাবি, টেস্ট পরীক্ষায় পাশ করতে না পেরে লজ্জায় আত্মঘাতী হয়েছে স্নেহা। শনিবার ফ্ল্যাটে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখে চিৎকার করে ওঠেন মা। ছুটে আসেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের সংসারে মেয়েকে কষ্ট করে পড়াচ্ছিলেন মা। মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারটি।
