আজকাল ওয়েবডেস্ক: চরম অব্যবস্থা। বিমানবন্দরে ২০ ঘণ্টা আটকে থাকতে হল নাইজেরিয়া ফুটবল দলকে। আফ্রিকা কাপ অফ নেশনস এর যোগ্যতাঅর্জন পর্বে লিবিয়ার সঙ্গে খেলা ছিল নাইজেরিয়ার।
নাইজেরিয়া ফুটবল দল সোমবার স্থানীয় সময় দুপুর তিনটে পাঁচ মিনিট নাগাদ আল আবরাক বিমানবন্দরে উপস্থিত হয়। সেখান থেকে কানো শহরে যাওয়ার কথা ছিল দলের। তারপর সেখান থেকে আবুজা যাওয়ার কথা ছিল দলের। কিন্তু বিমানবন্দরে ‘অমানবিক’ আচরণের শিকার হয় নাইজেরিয়া ফুটবল দল। প্রায় ২০ ঘণ্টা বিমানবন্দরেই বসে থাকতে হয় দলকে। তবুও বিমান ওড়েনি। বিরক্তিতে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে আসে দল। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে নাইজেরিয়া ফুটবল দল।
শেষমেশ চার্টার্ড বিমানে দেশে ফিরে আসে দল। আরও বলা হয়েছে, গন্তব্যে না গিয়ে বিমান অন্যত্র চলে গিয়েছিল। ফলে অহেতুক হয়রানি হয়েছে ফুটবলারদের।
গোটা ঘটনাটি কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল তদন্ত করছে। দলের অধিনায়ক উইলিয়াম ট্রস্ট একং জানিয়েছেন তাদের তিন ঘণ্টা বাস যাত্রার জন্য বাধ্য করা হয়েছিল। কিন্তু দল তা মেনে নেয়নি। এই কারণেই তারা ফুটবল ম্যাচ না খেলে দেশে ফিরে আসেন।
