আজকাল ওয়েবডেস্ক:‌ ফ্রাঞ্চাইজি ক্রিকেট আরও বেশি করে খেলতে চান অজি ব্যাটার স্টিভ স্মিথ। 


যদিও টি২০ ক্রিকেটে বড় একটা খেলেন না স্মিথ। একদিনের ও লাল বলের ক্রিকেটেই তিনি বেশি সাবলীল। অস্ট্রেলিয়ার হয়ে টি২০ ক্রিকেট খেলতেও দেখা যায় না স্মিথকে। অতীতে আইপিএল খেললেও এখন আর খেলেন না। সেই স্মিথ এখন টি২০ লিগ খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন।


ইতিমধ্যেই দেশের হয়ে ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন স্মিথ। তাঁর অবসর নিয়ে এবার কথা উঠতে শুরু করেছে। কিন্তু স্মিথ এখনও কয়েক বছর চুটিয়ে খেলতে চান। 


এটা ঘটনা টেস্টে কিংবা একদিনের ক্রিকেটে স্মিথ অন্যতম সেরা ব্যাটার। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন। কারণ প্যাট কামিন্স খেলছেন না ব্যক্তিগত কারণের জন্য। 


সদ্য সমাপ্ত বর্ডার গাভাসকার ট্রফিতে দুটি শতরান করেছেন স্মিথ। তারপরই তিনি যোগ দিয়েছেন বিগ ব্যাশে সিডনি সিক্সার্স দলে। আর যোগ দিয়েই ৬৪ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। এরপরই স্মিথ মনে করছেন তিনি আরও বেশি করে ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন।


অবসর প্রসঙ্গে স্মিথ বলেছেন, ‘‌আরও বেশি করে টি২০ ক্রিকেট খেলতে চাই। বেশ আনন্দ পাচ্ছি বিগ ব্যাশ খেলে। অনেক ক্রিকেটারই দেশে দেশে ঘুরে ফ্রাঞ্চাইজি লিগ খেলে চলেছে। আমিও আগে খেলেছি। এখন ফের খেলতে চাই।’‌ এরপরই স্মিথ বলেছেন, ‘‌শরীর যতদিন সায় দেবে ততদিন খেলে যাব। প্রতিদিন উন্নতি করাই থাকবে লক্ষ্য।’‌ সিডনিতে বেশ কয়েকবছর খেলছেন স্মিথ। উপভোগও করছেন। জানিয়েছেন, ‘‌মজা পাচ্ছি। রানও আসছে। এভাবেই চলুক না।’‌