আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে অনিশ্চিত পেসার মায়াঙ্ক যাদব। কোমরে চোটের জন্য গত বছরের অক্টোবরের পর দেশের হয়ে আর খেলতে পারেননি মায়াঙ্ক। শেষবার তিনি খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচ।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়াঙ্ক এখনও সুস্থ হতে পারেননি। সেকারণেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে রনজি ম্যাচে দিল্লি সম্ভাব্য তালিকায় মায়াঙ্ককে রাখেনি। বোর্ড সূত্রে খবর, এখনও কোমরের চোট সারেনি মায়াঙ্কের। ইংল্যান্ড সিরিজে সম্ভবত মায়াঙ্ককে পাওয়া যাবে না। দিল্লিও রনজির ম্যাচে মায়াঙ্ককে দলে রাখেনি।


চোটের জন্য সৈয়দ মুস্তাক আলি টি২০ ও বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেননি মায়াঙ্ক। আর বোর্ডও মায়াঙ্কের চোট নিয়ে আপডেট দেয়নি। মায়াঙ্কের বলের গতি অনেকের নজর কেড়েছিল। 


গত বছর টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মায়াঙ্কের। বাংলাদেশের বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই মায়াঙ্ক চোটের কবলে।
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ শুরু হচ্ছে ২২ জানুয়ারি। প্রথম খেলা কলকাতায়। মায়াঙ্ক না থাকায় হর্ষিত রানা দলে সুযোগ পেতে পারেন। আর বুমরা তো ইংল্যান্ড সিরিজেই নেই। সম্ভবত শনি বা রবিবার হবে দল ঘোষণা। 

তবে মায়াঙ্ককে এখনও টেস্টের জন্য ভাবছেন না নির্বাচকরা। সাদা বলের ক্রিকেটেই মায়াঙ্ককে এখন দেখছেন নির্বাচকরা।