আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার অসংগঠিত শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার থেকে বহরমপুরে শুরু হল ‘‌শ্রমিক’‌ মেলা। মঙ্গলবার মেলার শেষ দিন। এদিন ‘‌শ্রমিক’‌ মেলার উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান ছাড়াও জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। 
আখরুজ্জামান বলেন, ‘‌বহরমপুরের এই মেলায় ২০৬৮ জনকে রাজ্য সরকারের তরফ থেকে মোট ৩.২১ কোটি টাকা অনুদান দেওয়া হল।’‌ মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের ‘‌পরিযায়ী শিল্পী’‌র তকমা দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, ‘‌এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার চার লক্ষেরও বেশি যুবক–যুবতী পরিযায়ী শিল্পী হিসাবে বিভিন্ন রাজ্যে কাজ করছে। দেশের সংসদ ভবনেও এই জেলার শিল্পীদের হাতের ছাপ পড়েছে।’‌ 
তাঁর কথায়, ‘‌২০১২ সাল থেকে রাজ্যে ‘‌শ্রমিক’‌ মেলা শুরু হয়েছে। আগে এই ধরনের মেলা হত না। অসংগঠিত শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা এই মেলায় এসে তাদের নাম নথিভুক্ত করলে তাদের অ্যাকাউন্টে ৫৫ টাকা ঢুকবে এবং ১৮ বছর থেকে ৬০ বছর পর্যন্ত চক্রবৃদ্ধি হারে সেই টাকা সুদে বৃদ্ধি পাবে।’‌ অসংগঠিত শিল্পের সঙ্গে জড়িত ১৭.৫ লক্ষ শ্রমিক ইতিমধ্যেই তাদের নাম সামাজিক সুরক্ষা প্রকল্পে নথিভুক্ত করেছেন।