আজকাল ওয়েবডেস্ক:‌ রাজনীতিতে আসছেন রোহিত শর্মা?‌ ভক্তদের মধ্যে ইতিমধ্যেই এই জল্পনা ছড়িয়েছে। টেস্ট থেকে অবসরের পর মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাড়ি গিয়েছিলেন রোহিত। তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান ফড়নবিশ। এই ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা ছড়িয়েছে রোহিত হয়ত এবার রাজনীতিতে আসছেন।


সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত। তাঁর এই সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। গত সোমবার টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলিও। 
জানা গেছে, রোহিতকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। রোহিতের সঙ্গে একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আগামীদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হিটম্যানকে। এক্স হ্যান্ডলে ফড়নবিশ লিখেছেন, ‘‌আমার সরকারি বাসভবনে রোহিত শর্মার সঙ্গে দেখা করলাম। কথা হল। দারুণ লাগল। সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছে রোহিত। ওঁর পরবর্তী যাত্রার জন্য শুভেচ্ছা রইল।’‌


এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে রোহিতের এই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, রোহিত হয়ত এবার রাজনীতিতে যোগ দেবেন। এক জন লিখেছেন, ‘‌বিজেপিতে যোগ দিচ্ছে?‌’‌ আর এক জন আবার লিখেছেন, ‘‌মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।’‌ কেউ এক জন মজা করে লিখেছেন, ‘‌পরবর্তী প্রধানমন্ত্রী।’‌ অপর এক জন লিখেছেন, ‘‌রোহিতকে বিজেপিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হল মনে হচ্ছে।’‌