আজকাল ওয়েবডেস্ক:‌ মাত্র কয়েকঘণ্টার ব্যবধান। সৌরভকে মোহনবাগানরত্ন দেওয়া হবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গল ঘোষণা করে দেয় তারা ভারতের প্রাক্তন অধিনায়ককে ভারত গৌরব সম্মান দেবে। বৃহস্পতিবার বাগান সচিব দেবাশিস দত্ত জানান, এবারের মোহনবাগানরত্ন সৌরভ। তার কিছুক্ষণের মধ্যেই জানানো হয়, ইস্টবেঙ্গল দিবসে অর্থাৎ ১ জুলাই ভারত গৌরব সম্মান পাবেন সৌরভ।




প্রসঙ্গত, ২৯ জুলাই মোহনবাগান দিবসে সৌরভের হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। কিন্তু, এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের কথার লড়াই শুরু হয়ে গেছে। কে আগে, কে পরে এই প্রশ্ন উঠে গেছে। কিন্তু বাগান সচিব দেবাশিস দত্ত বলছেন, ‘‌সৌরভকে নিয়ে এই লড়াই তো চলবেই। এটাই স্বাভাবিক। আমরা এটা নিয়ে ভাবছিই না।’‌ প্রসঙ্গত, বছরখানেক আগে শিলিগুড়িতে রাস্তার নামকরণ নিয়েও দুই প্রধানের সমর্থকরা বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। রাস্তার নামে আগে কোন রং লেগেছে, সবুজ–মেরুন না লাল-হলুদ, তা নিয়ে প্রচুর তর্ক হয়েছিল। সৌরভের ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটাই হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানান, ‘‌২৩ জুন সৌরভকে প্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, গত বছরই দেব ভেবেছিলাম। আমরা এক বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছি।’‌ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে যা হচ্ছে, কে আগে কে পরে, তা নিয়ে চুপ দুই ক্লাবের কর্তারাই।