আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট কোহলির পর লাল বলে ভারতের সেরা ব্যাটার কে?‌ সৌরভ গাঙ্গুলির বাজি ঋষভ পন্থ। দেশের প্রাক্তন অধিনায়কের দাবি বর্ডার–গাভাসকার ট্রফিতে ভাল খেলবেন পন্থ। ২২ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফি। পার্থে প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা। অধিনায়কত্ব করবেন জসপ্রিত বুমরা।


পন্থের আগ্রাসনই তাঁকে এগিয়ে রাখছে। মনে করেন সৌরভ। এর আগে ২০২১ সালে ব্রিসবেনে ম্যাচ ও সিরিজ জেতানো ইনিংস খেলেছিলেন পন্থ। আর দিল্লি ক্যাপিটালসে পন্থকে খুব কাছ থেকে দেখেছেন সৌরভ। তাই তিনি বলেছেন, ‘‌সাদা বলে ঋষভকে আরও উন্নতি করতে হবে। তবে লাল বলের ক্রিকেটে ও দুর্দান্ত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় লাল বলে একাধিক ভাল ইনিংস রয়েছে ঋষভের। কোহলির পর ঋষভই ভারতের লাল বলের সেরা ক্রিকেটার।’‌ 


বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজেও রান পেয়েছিলেন ঋষভ। পাঁচ টেস্টে করেছিলেন ৪২২ রান। গড় ছিল ৪৬.‌৮৮। আর স্ট্রাইক রেট ছিল ৮৬.‌৪৭। 
কিউয়িদের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে ৯৯, মুম্বইয়ে শেষ টেস্টেও বড় রান করেছিলেন পন্থ। যেখানে তাবড় ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়েছিলেন, সেখানে একাই লড়ে গিয়েছিলেন পন্থ।