আজকাল ওয়েবডেস্ক:‌ জসপ্রীত বুমরা খেলবেন দ্বিতীয় টেস্ট?‌ হাজারো প্রশ্ন। বুধবার থেকে শুরু হবে এজবাস্টন টেস্ট। তার আগে মঙ্গলবার প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অধিনায়ক শুভমান গিল। এসেই তিনি জানিয়ে দিলেন, বুমরাকে পাওয়া যাবে।


একদিন আগেই ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে বলেছিলেন, দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে বুমরাকে। প্রায় একই রকম উত্তর দিয়েছেন শুভমানও। দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে তিনি বলেছেন, ‘জসপ্রীত বুমরাকে পাওয়া যাবে। আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নেওয়ার চেষ্টা করছি। যাতে বিপক্ষের ২০টি উইকেট নেওয়া যায় এবং কিছু রানও হয়। অনুশীলনের পর পিচ দেখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ প্রথম একাদশে কারা থাকবেন, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি শুভমান। বুমরা খেলবেন কিনা, তা–ও সরাসরি বলেননি। অর্থাৎ এজবাস্টন টেস্ট শুরুর আগের দিনও জিইয়ে রাখলেন জল্পনা।


প্রসঙ্গত, লিডস টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বুমরা। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে টিম ইন্ডিয়া বুমরাকে তিনটির বেশি টেস্ট খেলাতে চায় না। কিন্তু প্রথম টেস্ট ভারত হেরে যাওয়ায় পরিস্থিতি বদলেছে। বুমরা এজবাস্টন টেস্ট খেলবেন কিনা তা হয়ত বুধবার টসের সময়েই বোঝা যাবে।


এটা ঘটনা বর্ডার গাভাসকার ট্রফিতে সিডনি টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরা। অতিরিক্ত ওয়ার্কলোডের জন্যই লেগেছিল সেই চোট। সেই চোট সারিয়ে বুমরা আইপিএলে ফিরেছেন। এখন দেখার এজবাস্টন টেস্টে বুমরা খেলেন কিনা।